‘কারও নাগরিকত্ব যাবে না,’ জানালেন নিশীথ প্রামাণিক ও শুভেন্দু অধিকারী

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে সিএএ (CAA) লাগু করল মোদী সরকার। এই আইনে কারও নাগরিকত্ব যাবে না বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন প্রসঙ্গে বলেন, এই আইনের জন্য কারও যদি নাগরিকত্ব হারায় তবে তিনি সেটা মেনে নেবেন না। তবে আইনটি বিস্তারিত পড়েই এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনের জন্য কারও নাগরিকত্ব যাওয়ার কোন প্রশ্ন নেই।

নিশীথ প্রামাণিক বলেন, ‘আমরা বারবার বলেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ তৈরি হয়েছে বাস্তবায়নের জন্য। অসংখ্য মানুষ যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এই আইন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসু হবে। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। আমি ক্যামেরার সমানে বলছি কারও নাগরিকত্ব কেড়ে নেবে না এই আইন।’

শুভেন্দু অধিকারী নিজের এক্সে লিখেছেন, ‘মোদীর গ্যারেন্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারেন্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত মতুয়া জনগোষ্ঠী সমাননাগরিকত্বের দাবিতে সেচ্চার হয়েছেন। আজ সেই অপেক্ষার অবসান হল। সিএএ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। আজ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে স্মরণ করি এবং পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author