১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের ৪ কেন্দ্রে হবে ভোট

লোকসভা নির্বাচন (Loksabha Election) মিটতেই বার হতে চলেছে রাজ্যে ভোট। বাংলার চার কেন্দ্রে এবার বিধানসভা উপনির্বাচন (Bidhansabha byelection)। আগামী ১০ ভোট হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। ফল ঘোষণা হবে ১৩ জুলাই।

তৃণমূল কংগ্রেসের সাধন পাণ্ডের মৃত্যুতে বহুদিন ধরে এই আসনটি বিধায়ক শূন্য। আইনি জটিলতায় উপনির্বাচন করানো যায়নি। সেই জটিলতা কেটে গিয়েছে। আগামী মাসে ভোট হতে চলেছে মানিকতলায়। সোমবার ৭ রাজ্যের ১৩টি বিধানসভায় উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এই মুর্হূতে বাংলায় ১০টি আসন বিধায়ক শূন্য। তার মধ্যে মধ্যে ৪ কেন্দ্রে ভোট ঘোষণা করা হয়েছে। আরও ৬ কেন্দ্রে ভোট হবে পরে। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা- এই চারটি কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে৷ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা- এই তিনটি বিধানসভার ক্ষেত্রে বিধায়করা ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷

চারটি কেন্দ্রের মধ্যে ২০২১ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটি দখল করেছিল তৃণমূল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ পরে তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণ, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দেন৷ ওই তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদল করবে, নাকি লোকসভা ভোটে পরাজিত প্রাক্তন তিন বিধায়ককেই আবার প্রার্থী করা হয় সেটাই এখন দেখার।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author