শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বহুপ্রতীক্ষিত নশিপুর রেলসেতুর উদ্বোধন করতে চলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, শনিবার সকালে নদিয়ার কৃষ্ণনগর থেকে নবনির্মিত আজিমগঞ্জ-মুর্শিদাবাদ লাইনের উদ্বোধন করবেন মোদী। লাইনের মধ্যে রয়েছে নশিপুর রেলসেতু। ওই সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে হাওড়া এবং শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যেতে খুবই কম সময় লাগবে। তিন ঘণ্টার মধ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছানো যাবে। শুধু তাই নয়, উত্তর ভারতের সঙ্গে রেল যোগাযোগ আরও ভাল হয়ে উঠবে। মুর্শিদাবাদের মানুষ সহজেই দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবেন। নশিপুর সেতুর সাহায্যে মুর্শিদাবাদের আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার নশিপুর রেলসেতু পরিদর্শনে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (ইস্টার্ন সার্কেল) শুভময় মিত্র। রেলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে নশিপুর সেতুর খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন তিনি। কমিশনার অফ রেলওয়ে সেফটি (ইস্টার্ন সার্কেল) দেখে নিলেন নবনির্মিত লাইনে কেমন কাজ হয়েছে। এদিন আজিমগঞ্জ-মুর্শিদাবাদ লাইনে ট্রায়াল রানও হয়। ১৪ কোচের প্যাসেঞ্জার ট্রেন নিয়ে সেই ট্রায়াল চালায় রেল। নশিপুর সেতু দিয়ে ট্রেন যায়। বৃহস্পতিবার ট্রায়াল রানের সময় ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছোটে ট্রেন। নশিপুর সেতু যাত্রীবাহী ট্রেনের ভার সামলাতে কতটা সক্ষম সেটাও পরীক্ষা করে দেখেন রেলের কর্তারা। তারপর কমিশনার অফ রেলওয়ে সেফটি (ইস্টার্ন সার্কেল) নশিপুর রেলসেতুতে যাত্রী পরিবহণ শুরু করার ছাড়পত্র দেন।