শিক্ষকদের বেতন বাড়ছে পট্টনায়েক সরকারের রাজ্যে

ভোটের আগেই শিক্ষকদের (Teacher) বেতন বাড়াল রাজ্য সরকার। তাঁদের মাসিক বেতন ৩,০০০ টাকা বাড়ানো হল। শুধু তাই নয় অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হল। রাজ্যের ১২,১১৩ শিক্ষক এই সিদ্ধান্তে লাভবান হবেন বলে জানান মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকরা। সেইসঙ্গে ‘ইনক্রিমেন্ট’-রও (বার্ষিক বেতন বৃদ্ধি) সুযোগ পাবেন সহকারী শিক্ষকরা।

শুক্রবার ওড়িশা সরকারের (Orissa Government) তরফে জানানো হয়েছে, যে সকল গণশিক্ষকরা টেট কোয়ালিফায়েড নন, এতদিন তাঁদের মাসিক বেতন ৭,০০০ টাকা ছিল। তাঁদের বেতন ১০,০০০ টাকা করা হচ্ছে। যে গণশিক্ষকরা ওড়িশার টেট পাশ করেছেন, তাঁদের এম.এড শিক্ষক হিসেবে স্থায়ীকরণ করা হবে। ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে সহকারী শিক্ষকদের এতদিন ইনক্রিমেন্ট হত না, এবার তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি হবে। সহকারী শিক্ষকরা ওড়িশার টেট (টিচার এলিজিবিটি টেস্ট) পাশ করেছেন, তাঁদেরই শুধুমাত্র ইনক্রিমেন্ট হবে। তার ফলে ৯,৫২০ জন সহকারী শিক্ষক লাভবান হবেন। সামনেই লোকসভা নির্বাচন। ওড়িশায় লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা ভোটেও হবে। সেই পরিস্থিতিতে নবীন পট্টনায়েক সরকার কলেজ পড়ুয়া, অঙ্গনওয়াড়ি কর্মচারী, অন্তঃসত্ত্বা মহিলা থেকে স্বনির্ভর গোষ্ঠী- সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের জন্য সুবিধার ঘোষণা করেছে। বাদ গেলেন না শিক্ষকরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author