কোলাঘাটে (Kolaghat) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাড়া নেওয়া গেস্ট হাউজ়ে হঠাৎ আজ পুলিশি অভিযান। খবর পাওয়া মাত্র কোলাঘাট থানায় গেলেন শুভেন্দু। তিনি বলেন, অনেক লোকজন তাঁর সঙ্গে দেখা করতে চান। কাঁথি ও কলকাতা দু’টি জায়গা অনেকটা দূর হয়ে যায়, তাই সাধারণ মানুষের দেখা করতে সমস্যা এড়াতে তিনি কোলাঘাটে ওই বাড়িটি ভাড়া নিয়ে রেখেছেন। শুভেন্দু এদিন অভিযোগ করেন, সেখানকার কেয়ারটেকার তাঁকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘কেয়ার টেকার বলল, স্যর কিছু সিভিল ড্রেসে আইপ্যাকের ছেলে ও কোলাঘাটের সিআই ও ওসি কাউকে না বলে এখানে ঢুকেছে।’
শুভেন্দু বলেন, ‘সার্চ ওয়ারেন্ট, ভিডিয়োগ্রাফি ছাড়া… আমার বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান হতে পারে? যদি দুটো ভাঙা বন্দুক বা জাল নোট বা মাদক রেখে দেওয়া হয়, তার দায়িত্ব কে নেবে?আমার উপস্থিতিতে যদি সার্চ ওয়ারেন্ট থাকে, হাইকোর্টের অনুমোদন যদি থাকে, আমি অনুমতি দেব। আমি আইন মেনে চলি।’
থানা থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘আমি আইনি পথে মোকাবিলা করে নেব। রাতের মধ্যেই আমি সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি কমিশনকে। যে পুলিশকর্মীরা গিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর শেষ আমি দেখে ছাড়ব।’