সুপ্রিম কোর্টে আজ স্বস্তি পেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। গোপনীয়তা রক্ষা মামলায় স্বস্তি পেলেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ আবেদন প্রত্যাহার করে নিল। কলকাতা হাইকোর্ট রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই আবেদন আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শীর্ষ আদালত আজ ইডির আর্জি খারিজ করে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে।

২০২৩ সালের ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দেন ‘‌ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। তদন্তের ‘সার্চ অ্যান্ড সিজার’–এর সময় লাইভ করা যাবে না।’‌ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় ইডি। তাতেই এবার মুখ পুড়ল ইডির। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি অভিযান করতে পারবে না। এই সংক্রান্ত খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না কোন সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে পর্যন্ত কোনও ছবি প্রকাশ করা যাবে না।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইডি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। কিন্তু তাদের এই আবেদন শুনতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। আবেদন খারিজ করার আগে প্রত্যাহার করার কথা বলেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। এরপর আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। ইডির পক্ষ থেকে আইনজীবী ছিলেন অতিরিক্ত সলিসিটার জেনারলে এসভি রাজু। ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author