লোকসভা নির্বাচনের (Loksabha election) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। সৌজন্যবোধ না হারিয়ে, রক্তবন্যা দূরে রেখে লড়াইয়ের বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই অবস্থায় শেষ দফায় ভোট ঘোষণা হয়েছে যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সৃজন ভট্টাচার্য এবার লোকসভা নির্বাচনে লড়াই করবেন। সিপিআইএমের তরফে এবারের লোকসভা নির্বাচনের ১৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে এবার যাদবপুর থেকে কাস্তে হাতুড়ি তারার হয়ে লড়ছেন সৃজন। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই লড়বেন সায়নী ঘোষ।
সায়নী ঘোষ সিপিআইএমের প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। সৃজনের উদ্দেশ্যে সায়নী বলেছেন, ‘সৃজনে অনেক শুভেচ্ছা। কিন্তু আমার এই লড়াই কেবল সৃজন বা অনির্বাণ (অনির্বাণ গঙ্গোপাধ্যায়) বাবুর বিরুদ্ধে না। লড়াই বিজেপির বিরুদ্ধে। বহিরাগত শক্তির বিরুদ্ধে আমার এই লড়াই।’ পাল্টা সৃজন বলেছেন, ‘ওঁকে আমার শুভেচ্ছা। আমি ওঁর অভিনয় দেখেছি। ভালো লেগেছে। উনি ভালো থাকুন।’ তিনি এদিন বলেন, ‘কাস্তে হাতুড়ি তারা লড়াই করছে। আমি লড়ছি না। তাই আমার উল্টোদিকে কে সেটা নিয়ে আমার কোনও কিছু বলার নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কী কী গোলমাল করেছে সেটাই তুলে ধরব আমরা।’