মহারাষ্ট্রের (Maharastra) অমরাবতী-নাগপুর হাইওয়েতে একটি টোল প্লাজার কাছে তীর্থযাত্রী বোঝাই চলন্ত বাস লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ হন বাসের চালক। কিন্তু বিপদের মধ্যেও তিনি বাস চালিয়ে স্থানীয় থানায় নিয়ে যান। বাসের ৪ যাত্রী আহত হয়েছেন। রবিবার বাসটি বুলধানা জেলার শেগাঁওয়ে ৩৫ জন তীর্থযাত্রীকে নিয়ে গিয়েছিল। রাতে নাগপুরে ফেরার পথে হঠাৎ এমন হমালার ঘটনা ঘটে। একটি বোলেরো গাড়ি বাসটিকে ওভারটেক করে। সামনে গিয়ে বাসের জানলা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে গাড়িতে থাকা কয়েকজন। বাসের চালক খোমদেব কাওয়াদের হাতে গুলি লাগে। বাসের বেশ কিছু যাত্রী আহত হন। নিয়ন্ত্রণ রক্ষা করেও আহত অবস্থায় ৩০ কিমি গাড়ি চালিয়ে তেওসা থানায় পৌঁছন এবং পুলিশকে জানান।
এই মর্মে এক পুলিশ আধিকারিক জানান, চালকের সাহসিকতার জন্য বাসের সমস্ত তীর্থযাত্রী নিরাপদ ছিলেন। নাগপুরের যাওয়ার আগে চালক অমরাবতীর অম্বে মাতার মন্দিরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন। এরপর নন্দগাঁওপেঠ টোল প্লাজা পার হওয়ার কিছুক্ষণ পরে চালক দেখতে পান একটি গাড়ি বাসের পিছু নিয়েছে। গুলি চালানোর আগে তিনি গাড়িটিকে ওভারটেক করতে দিয়েছিলেন। কিন্তু, তিনি ভাবতেও পারেন নি গাড়ি থেকে এভাবে গুলি চলবে।