সিকিম এবার হাতের মুঠোয়

ভ্রমণ পিয়াসী দের বড় সাফল্য, এবার ট্রেনেই পৌঁছে যেতে পারেন সিকিম (Sikkim)। টানেল (Tunnel) T04 এর বড় সাফল্য রেলের, আর কয়েকদিন পরেই সেবক রঙপুরের উপরে ছুটবে ট্রেন। সিকিমগামী ভ্রমণ পিপাসু দের কাছে সত্যিই সুখবর। পাহাড় কেটে তৈরী হচ্ছে এই রেলপথ সেবক থেকে ট্রেনে ৪৫ কিলোমিটার পর রংপো পৌঁছাতে হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না। কাজেই এখন থেকে শুরু কাউন্টডাউন। পরিসর অল্প হলেও সিকিমের দর্শনীয় স্থান অনেক একযাত্রায় অনেকটা ঘুরতে যাবার প্ল্যান থাকলে সিকিম বেস্ট প্লেস।

বাংলা থেকে পর্যটক দের সিকিম যেতে হলে উত্তরবঙ্গ হয়ে যেতে হতো কিন্তু এবার দেরি নেই,ইতিমধ্যেই রেলপথে সিকিম যাবার শিলান্যাস হয়ে গিয়েছে। সেবক টানেল T04 এর বড় সাফল্য পেয়েছে ভারতীয় রেল। এই মূল টানেল টির দূরত্ব ৩৯৪৮মিটার, এই প্রজেক্ট টির আওতায় পড়বে ১৪ টি টানেল এবং ৯টি সেতু। সবকিছু ঠিক থাকলে আগামী বছর আগস্ট মাসেই ট্রেনেই পৌঁছানো যাবে সিকিম।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author