২ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে আনা হয়েছে বাংলায় বিজেপির (BJP) তরফে প্রার্থী কারা হচ্ছেন। ২০ আসনের প্রার্থী তালিকা এদিন বঙ্গ বিজেপি প্রকাশ্যে এনেছে। দেখা গেল লোকসভা নির্বাচনে (Loksabhaa election) বিজেপির তরফে বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং টিকিট পেয়েছেন। তিনি লড়বেন আসানসোল থেকে। নারীবিদ্বেষী হিসেবে বেশ দুর্নাম আছে গায়কের। তাঁর নাম প্রার্থী তালিকায় দেখে অনেকেই সংশয় প্রকাশ করেন। এই নিয়ে এদিন মুখ খুললেন বাবুল সুপ্রিয়।
এমনকি বাংলার নির্বাচনী প্রার্থী তালিকায় বিহারী একজনের নাম দেখে চটেছে বাংলা পক্ষ। পবন সিংয়ের গান এবং তাতে মহিলাদের অবমাননা কেউই মেনে নিতে পারে নি। অনেকেই সেই সব গানের নাম স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবুল সুপ্রিয় এদিন কতগুলো ছবি পোস্ট করে লেখেন, ‘আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি একেবারে বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না তার জ্বলন্ত উদাহরণ।’