জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি, ক্ষমা চাইলেন সোহম

রেস্তরাঁ মালিককে নিগ্রহের ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারিয়ে কারও গায়ে হাত তোলা উচিত হয়নি বলে স্বীকার করলেন সোহম (Soham) ।ঘটনার পিছনে প্ররোচনা তত্ত্বকে গুরুত্ব দিলেন তিনি। শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, ‘‘আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’’ সোহম এদিন আরও বলেন, ‘‘সেই সব ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসছে না। গোটা হার্ড ডিস্কটা নিয়েই চলে গিয়েছেন ওই রেস্তরাঁর মালিক। সেটা খুঁজে বার করা দরকার। তবে বিষয়টা প্রথমেই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল।’’

প্রসঙ্গত শুক্রবার রাতে নিউ টাউনের এক রেস্তরাঁর মালিককে নিগ্রহের অভিযোগ ওঠে চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক ও টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, তাঁরা অনুমতি নিয়েই ওই রেস্তরাঁয় শুটিং করতে গিয়েছিলেন। কিন্তু পরে নানা রকম আপত্তি তোলেন মালিক। সোহমের প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে, ওই রেস্তরাঁয় শুটিং করার জন্য নগদ ১০ হাজার টাকা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও ঝামেলা হয়। শুধু তাই নয় রেস্তরাঁর মালিক শুটিংয়ের নানা মুহূর্ত ভিডিয়ো করে পাঠাচ্ছিলেন। বারণ করায় সোহমের সহযোগীদের উপর চড়াও হন রেস্তরাঁর কর্মীরা। এক মহিলা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। পরে এই বাকবিতণ্ডায় জড়িয়ে যায় সোহম।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author