বিজেপির (BJP) টিকিটে ভোটে জিতে কালিয়াগঞ্জের বিধায়ক হয়েছিলেন সৌমেন রায় (Soumen Roy)। বিধানসভা নির্বাচনের পর ২০২১ সালের ৪ ঠা সেপ্টেম্বর অর্থাৎ ভোটে জেতার ৬ মাসের মধ্যেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন-https://asianewslive.in/the-fact-finding-team-got-the-green-signal-to-go-to-sandeshkhali/
এরপর ঠিক লোকসভা নির্বাচনের আগে বুধবার তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এদিন কলকাতায় শুভেন্দু অধিকারীর হাত ধরে ‘ঘর ওয়াপসি’ হল তাঁর। যোগদান প্রসঙ্গে শুভেন্দু জানান, দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তাঁকে দলে ফেরানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা যদিও মনে করছে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গেরুয়া শিবিরের কাছে। উত্তর দিনাজপুর প্রথম থেকেই কংগ্রেসের ঘাঁটি। কিন্তু ধাপে ধাপে বিজেপির প্রভাব বাড়তে থাকে। কালিয়াগঞ্জ ছিল কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির গড়। সেখানে দীপা দাসমুন্সি পরে তাঁর রাজনৈতিক কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু কালিয়াগঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন সৌমেন রায়। বলা যায় সৌমেনের মোহভঙ্গ হল।