মেট্রোতে (Metro railway) ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। কলকাতা শহরে যদিও এই ঘটনা এখন প্রায় হয় না বললেই চলে। তবে অন্যান্য শহরে যে এখনো হচ্চ্ছে সেই কথাই আবার প্রকাশ্যে এল। বেঙ্গালুরুরর অ্যাটিগুপ্পে মেট্রো স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক আইনি ছাত্র। মৃত ছাত্রের নাম ধ্রুব যতীন ঠক্কর(১৯)।
পুলিশ জানায়, ধ্রুব যতীন ঠক্কর সকাল সাড়ে ১১টায় তার ক্লাস শেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। তার বাবা তাকে বারবার ফোন করার চেষ্টা করলেও তার ফোন পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুর ২.১৫ নাগাদ বেঙ্গালুরুর অ্যাটিগুপ্পে মেট্রো স্টেশনে একটি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আইনের ছাত্র ধ্রুব মৃত্যু হয়। মাগাদি রোড-চাল্লাঘাটা সেকশনে মেট্রো পরিষেবা দুই ঘন্টার জন্য বিঘ্নিত হয়ে যায়।
ঠক্কর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (NLSIU), বেঙ্গালুরুতে প্রথম বর্ষের বিএ এলএলবি ছাত্র ছিলেন। মুম্বাই থেকে বেঙ্গালুরুতে পড়তে এসেছিলেন। ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।