আজ শিলিগুড়িতে (Siliguri)এসে পৌঁছলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ এনজেপি ষ্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম -ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী। এনজেপিতে নেমে সুকান্ত মজুমদার জানান, ”সারা দেশে যে এত শান্তিপূর্নভাবে ভোট হল তার পুরো কৃতিত্ব আমাদের। আজকে সেই থাকবে যে ধৈর্য ধরে থাকতে পারবে। তৃণমূল কংগ্রেস এর নেতাদের কোন নীতি নেই, অর্থ নিয়ে অনর্থ করে চলেছে। আমাদের কাজ মানুষের কাছে থেকে মানুষের সেবা করে চলা। বিজেপি ভারতকে আধুনিক করে তুলেছে। মানুষ কিভাবে এত উন্নত হল সেটা একমাত্র মানুষের মাঝেই থাকবে।”
এদিন রাজ্য সভাপতিকে এনজেপীতে স্বাগত জানান বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার আজকে শিলিগুড়ি থেকে আগামীকাল বালুরঘাটে পৌছে যাবেন। জানা গিয়েছে ভোটের ফলাফল না বের হওয়া পর্যন্ত তিনি বালুরঘাটেই থাকবেন। যদিও নির্বাচনে ফলাফল নিয়ে কিছুই বলতে পারলেন না তিনি।