মুসলিমদের ‘রাম রাজ্যের’ মানে বোঝালেন শুভেন্দু

লোকসভা ভোটের (Loksabha Election) প্রচার চলাকালীন ‘রাম রাজ্যের’ সুবিধা বোঝালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার তৃতীয় দফার ভোট। জঙ্গিপুরের নির্বাচনী প্রচার সভা থেকে মুসলিম ভোটারদের উদ্দেশে রাম রাজ্যের কথা বললেন শুভেন্দু। পরশু জঙ্গিপুরের ভোট। শুভেন্দু তাঁদের উদ্দেশে এদিন বলেন, ‘বিজেপির সমর্থক অনেক মুসলিমরা এখানে এসেছেন। আপনাদের বলছি, আমি জয় শ্রীরাম বলি। এতে লুকানোর কিছু নেই। কিন্তু আপনাদের আমি বলব না জয় শ্রীরাম ধ্বনি দিতে। আপনি অন্য ধর্মে বিশ্বাসী। কিন্তু বিজেপি আপনাদের রাম রাজ্য উপহার দিতে চায়।’

তিনি বলেন, ‘রাম রাজ্য মানে কী জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়। বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়। সুস্বাস্থ্য দিতে চায়।’ এর আগেও দেগঙ্গার সভা থেকে মুসলিমদের ‘রাম রাজ্যে’ সুশাসনের কথা বলেছিলেন তিনি। তিনি বলেন মোদী জমানায় একটিও কেন্দ্রীয় প্রকল্প ধর্ম-সম্প্রদায়ের নিরিখে হয়নি। আজ জঙ্গিপুরের সভা থেকে আবারও সেই একই কাজ করলেন তিনি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author