রবিবার ব্রিগেড ময়দানে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (Trinaamool Congress)। রবিবার উত্তর ২৪পরগনার ন্যাজাটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কর্মীদের পিসি -ভাইপোর কোম্পানির কর্মচারী বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘বাংলায় হিন্দুত্বের জাগরণ ঘটেছে, তাঁর কথায় তৃণমূল তার দলের যে সব কর্মচারীদের এবারের ভোটে দাঁড় করিয়েছেন তাতে বিশেষ কিছু লাভ হবে না।’
শুভেন্দু অধিকারী বলেন তমলুকে দেবাংশুকে টিকিট দেওয়ায় ভোটের অংক তমলুকে দু লক্ষর জায়গায় বেড়ে তিন লক্ষ হবে,বিজেপি জিতবে। তিনি বলেন, ‘এমনকি বহরমপুরের ডাক্তার নির্মল সাহা জিতছে লিখে রাখুন, আজকে ব্রিগেডে ৱ্যাম্প করে ফ্যাশন শো হল, শুধু পাগলু নাচ বাকি থাকল। তৃণমূলের আজকের সভার ঘোষিত প্রার্থীতালিকা দেখে ভীত কিংবা আনন্দিত হবার কিছুই নেই এটা ওদের কোম্পানি আর কর্মচারীদের নিজেদের বাপ্যার। কিছু দিন পর মমতা বলবেন লোকসভার ৪২টা আসনের আমি একাই প্রার্থী। যখন চুরি ধরা পড়বে তখন বলবে আমি এসব জানতাম না।’ অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতি তীব্র আক্রমানত্মক ছিলেন বিরোধী দলনেতা।আজকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর গলায় ছিল তীব্র কটাক্ষের সুর।