প্রাথমিক ভাবে ২১টি ম্যাচের সূচি ঠিক করা হয়েছিল। ঘরের মাঠে কেকেআরের (KKR) মাত্র একটি ম্যাচ ছিল সেই সূচিতে। এবার পূর্ণ সূচি দেওয়া হল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে পারে তিনটি। ২৯ মার্চ বেঙ্গালুরুতে কলকাতার অ্যাওয়ে ম্যাচ রয়েছে। কলকাতার মাঠে এই লড়াই দেখা যাবে ২১ এপ্রিল। ইডেন গার্ডেন্সে সুপার সানডে-তে কেকেআর বনাম আরসিবি।
কেকেআরের পূর্ণ সূচি এবং প্লে-অফের সময়সূচি রইলো আপনাদের জন্য
২৯ মার্চ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০
৩ এপ্রিল, দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম, সন্ধে ৭.৩০
৮ এপ্রিল, চেন্নাই সুপার কিংস, চেন্নাই, সন্ধে ৭.৩০
১৪ এপ্রিল, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা, বিকেল ৩.৩০
১৭ এপ্রিল, রাজস্থান রয়্যালস, কলকাতা, সন্ধে ৭.৩০
২১ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা, বিকেল ৩.৩০
২৬ এপ্রিল, পঞ্জাব কিংস, কলকাতা, সন্ধে ৭.৩০
২৯ এপ্রিল, দিল্লি ক্যাপিটালস, কলকাতা, সন্ধে ৭.৩০
৩ মে, মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই, সন্ধে ৭.৩০
৫ মে, লখনউ সুপার জায়ান্টস, লখনউ, সন্ধে ৭.৩০
১১ মে, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা, সন্ধে ৭.৩০
১৩ মে, গুজরাট টাইটান্স, আমেদাবাদ, সন্ধে ৭.৩০
১৯ মে, রাজস্থান রয়্যালস, গুয়াহাটি, সন্ধে ৭.৩০
২১ মে কোয়ালিফায়ার ১, আমেদাবাদ, সন্ধে ৭.৩০
২২ মে, এলিমিনেটর, আমেদাবাদ, সন্ধে ৭.৩০
২৪ মে, কোয়ালিফায়ার ২, চেন্নাই, সন্ধে ৭.৩০
২৬ মে, ফাইনাল, চেন্নাই, সন্ধে ৭.৩০