ঘাড় ঘোরালেই সামনে লোকসভা নির্বাচন (Loksabha election)। এপ্রিল মাস থেকেই জোর প্রচারে নামতে চলেছে শাসক ও বিরোধী দল। বাংলায় বিজেপি প্রচার তালিকায় ৪০ জনের নাম রেখেছে। তৃণমূল কংগ্রেসও ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। ভোট ময়দানে সরগরম একে অন্যের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্রেস নবীন–প্রবীণ মিলিয়েই এবারের প্রচারকের তালিকা তৈরি করেছে। বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকায় তুলে এনেছে। নাম রয়েছে রুদ্রনীল ঘোষের। এদিকে প্রচারে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের তরফে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কাঞ্চন মল্লিক বাদ পড়েছে। বয়সজনিত কারণে থাকছেন না শত্রুঘ্ন সিনহা। বিজেপি জানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, সুনীল বনসল, অমিত মালব্য, হিমন্ত বিশ্বশর্মার ছাড়াও রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহাদের নাম।
বোঝাই যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রচার তালিকা দেখে কিছুটা চাপেই পড়েছে বিজেপি নেতৃত্ব। তাই মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি এবং রুদ্রনীল ঘোষকে মাঠে নামানো হয়েছে। এঁরা বাংলায় প্রচার করবেন। যদিও টিকিট না পেয়ে রুদ্রনীল ঘোষ বলেছিলেন, ‘প্রার্থী হওয়ার মাপকাঠির যোগ্যতা কি সেটা আমার জানা নেই।’ বেরিয়ে গিয়েছেন ৭৭টি হোয়াটস্যাপ গ্রূপ থেকে।