মার্চের শুরুতেই দেশে এলপিজি গ্যাস (LPG cylinder) সিলিন্ডারের দাম বাড়ল। মার্চ পড়তেই নয়া দামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেল যে লোকসভা ভোটের (Loksabha Election) নির্ঘণ্ট ঘোষণার আগে ফের একদফায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। নয়া দাম মধ্যরাত (১ মার্চ) থেকেই কার্যকর হয়ে গিয়েছে। যদিও দেশের বিভিন্ন শহরের বিভিন্ন হারে দাম বেড়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৪ টাকা। ১ মার্চ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ১,৯১১ টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১,৮৮৭ টাকা। জানুয়ারিতে দামটা আরও ১৮ টাকা কম ছিল। সবমিলিয়ে নয়া বছরে এখনও পর্যন্ত কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ৪২.৫ টাকা।
মার্চ মাসের প্রথম দিন থেকে দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দিল্লিতে দাম ১,৭৯৫ টাকা। মুম্বইয়ে দাম ২৫.৫ টাকা বেড়ে ১,৭৪৯ টাকা হল। চেন্নাইয়ে সিলিন্ডারের দাম পড়ছে ১৯৬০.৫ টাকা।