শান্ত ঘেরা ডিন ভিলেজ

সুমনা আদক: শোনা যায় প্রকৃতির মধ্যে সুন্দর দেশ নাকি স্কটল্যান্ড (Scotlaand)। এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মায়াবী এক আকর্ষণ, “ডিন ভিলেজ” পুরোনো স্মৃতির শহর স্কটল্যান্ডের রাজধানীর আরেকটি দর্শনীয় স্থান। এখানকার।
পাহাড়ি জঙ্গল পেরিয়ে সমতলে লিথ নদীর পারাপার;পাহাড় মেঘের নিত্য লুকোচুরি চলে ডিন গ্রামের কোনায় কোনায়।
প্রতিটা ঘর থেকে কান পাতলেই শোনা যায় লিথের জলের শব্দ;এলোমেলো আঁকাবাঁকা তরঙ্গ আছড়ে পরে ডিনের শেষ দোরগোড়ায়। এডিনবরার জনবহুল এলাকা ছাড়িয়ে “ডিন “গ্রাম টা একেবারে একা, নিস্তব্ধতা চড়ে বেড়ায় ডিনের কোনায় কোনায়। পাইনের আড়ালে লুকিয়ে থাকে দিনের আলো; অপরূপ রঙিন স্তব্ধতা পাখির গান লিথের আওয়াজ একসময় ডুব দেয় আঁধারে, ভরা আঁধারে টিউলিপ ডাফোডিলের সৌন্দর্য আর লাভেন্ডারের সুগন্ধ নিয়ে কবির ভাষায় “ডিন” তখন “রাতের রজনীগন্ধা”।
ইউরোপিয় স্থাপত্য শিল্পের আঁকাবাঁকা নকশাঘেরার জ্বালবোনা দেখা যায় এখানকার সাজানো ঘরগুলোতে। অনেকে বলেন প্রকৃতির তালে ছন্দ মিলিয়ে নাকি” ডিন ভিলেজ” কে তৈরী করেছিলেন স্বয়ং সৃষ্টিকরতা।
এখানকার কিছু কথা না বললেই নয়, একসময় মিল কারখানা কেন্দ্রবিন্দু ছিল সর্ব সাধারনের সাধের এই গ্রামটি।এডিনবার্গ এর সবথেকে প্রাচীন
“ডিন গ্রামের” জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে আশির দশকে বেলেপাথর দিয়ে তৈরী হয়েছিলো ঐতিহাসিক ওয়েল কোর্ট। মূলত গ্রামের শ্রমিক-শ্রেণির পরিবারগুলির জন্য ব্যাবস্থা ছিল এই আবাসনগুলো। মৃত্যুর পর তাদের এখানেই কবর দেওয়া হতো। অনেক পুরোনো কবর রয়েছে ভিলেজের ভিতরে। বিখ্যাত স্যার জন ফিন্ডলে তিনিই এই ওয়েল কোর্ট এবং ক্লক টওয়ারের নির্মান করেছিলেন। ‘সেন্ট বান্ডস ওয়েল’ হোলো গ্রামের আরেক আকর্ষণীয় স্থান প্রতিবছর এডিনবার্গের ওপেন ডের বিশেষ অনুষ্ঠানে সর্বসাধারণের জন্য খোলা থাকে ‘সেন্টাবারন্ডস’। এছাড়া স্কটিশ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এবং ডিন গ্যালারি প্রায়শই সারা বছর বিনামূল্যে বিশেষ দিনে একাধিক প্রদর্শনীর আয়োজন করে থাকে। এমনকি পরাবাস্তববাদী হরেক শিল্পের বিস্তৃত সংগ্রহ নিয়ে গ্রামের মিউজিয়ামটিতে নাম হোলো “লিওক্লাসিক্যাল বিল্ডিং” যা শতক পুরোনো ইতিহাসের এক ঠাসা কেন্দ্র। “ডিনের” আকর্ষণে দিনে দিনে দর্শক বাড়ছে স্কটল্যান্ডে, দর্শণার্থী দের জন্য আজকাল ছোট বড়ো অনেক ক্যাফে খাবারের দোকান ভিড় জমাচ্ছে গ্রামের মেন দরজায়। হোন্টেড জোন “ডিন” এডিনবার্গের মোস্ট মোস্টওয়ান্টেড টুরিস্ট স্পষ্ট।

স্কটল্যান্ডের দর্শনীয় স্থানের বিশেষত্ব হোলো ইউরোপিয় ইতিহ্যের সাথে প্রাকৃতিক সৌন্দর্য্যর এক মাখোমাখো সম্পর্ক যা একে ওপরের পরিপূরক। চড়াই সমতল মেঘ পাইন সমুদ্র সবটা নিয়ে বলা হয় পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী। বইয়ে পড়া কল্পনার বাস্তব আর সুন্দরের আকর্ষণ সবশেষে নিস্তব্ধতা হোলো এই পৃথিবীর শেষ কথা। বিখ্যাত হারিপোর্টারের শুটিং হয়েছিল ডিন গ্রামে।
দেশ বিদেশের ভ্রমণ পিয়াসীদের ঘুরতে যাওয়ার বড্ড সাধের জায়গা এটা। গোটা পৃথিবীর কাছে পরিষ্কার আর শান্ত গ্রাম হিসাবে পরিচিত স্কটল্যান্ডের ছোট্ট এই গ্রামটি। মাত্র ৩ কিলোমিটার সমতল থেকে পাহাড়ি চূড়ায় গ্রামটির সীমানা শেষ হলেও নিশ্চিত ভাবে বলাই যায় একবার গেলে “ডিনের” হাতছানিতে সবাই ধরাদেবে বারবার।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author