প্রেম বড় বালাই। প্রেমে পড়ে মানুষ কি না করতে পারে তারই নিদর্শন দেখা গেল আবার। এবার নজর উত্তরবঙ্গে (North Bengal)। শিলিগুড়ি (Siliguri) বিবেকানন্দ পল্লী এলাকা থেকে বংশীহারী থানা পুলিশ সেই প্রেমিককে পাকড়াও করে উদ্ধার করে আনুমানিক ৭ লক্ষ টাকা। যুবকের নাম ঈশান কাইজার , বাড়ি বুনিয়াদপুর পৌরসভা এলাকায়, বয়স তার কুড়ি বছর। পড়াশুনার সূত্রে দিল্লিতে থাকে। সম্প্রতি দেশের বাড়িতে এসেছিল , তবে তার আচার-আচরণ বাড়ির লোকের ভালো ঠেকেনি। গত ১৮ জুলাই বাবার ব্যবসার ৯ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। এরপর ওই যুবকের বাবা ২৩ শে মে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে সে, শিলিগুড়িতে রয়েছে। শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকার বিবেকানন্দ পল্লীতে অভিযান চালিয়ে যুবকসহ আনুমানিক ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক বান্ধবীর সাথে ঘর করতে বাবার ব্যবসার ৯ লক্ষ টাকা চুরি করে পালায়। এর মধ্যে কিছু টাকা সে খরচ করে ফেলেছে, শিলিগুড়ির বেশ কয়েকটি হোটেলে ছিল সে।