বাড়ি-গাড়ি নেই, আছে ৪ সোনার আংটি, প্রধানমন্ত্রী দিলেন সম্পত্তির হিসেবে

উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাণসী (Varanasi) কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন কেন্দ্রের বিজেপি প্রার্থী, তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোদীর হলফনামায় উঠে এসেছে তাঁর আয়, সম্পত্তির বেশ কিছু তথ্য। তাঁর আয়কর রিটার্ন থেকে শুরু করে, এসবিআইতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব কিছুই বিস্তারিত দিয়েছেন তিনি। আয়ের হিসাব-হলফনামায় মোদী জানিয়েছেন, ২০১৮-১৯ সালে তাঁর আয় ১১.১৪ লাখ টাকা থেকে বেড়ে ২০২২-২৩ সালে তাঁর আয় ২৩.৫৬ লাখ টাকা হয়েছে। জানানো হয়েছে, ২০১৯-২০ সালে ১৭,২০,৭৬০ টাকা, ২০২০–২১ সালে মোদীর আয় ছিল ১৭,০৭,৯৩০ টাকা, ২০২১-২২ সালে আয় ১৫,৪১,৮৭০ টাকা, ২০২২-২৩ সালে আয় ২৩,৫৬,০৮০ টাকা হয়েছে।

সূত্রের খবর, তাঁর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৩,০২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর হলফনামায় রয়েছে, এসবিআইতে তাঁর ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকার এফডি রয়েছে।তাঁর কাছে এনএসসসিতে রয়েছে ৯,১২,৩৯৮ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৫২,৯২০ টাকার। শুধু তাই নয়, তিনি জানান, বাড়ি গাড়ি নেই, সোনার আংটি আছে যার মূল্য ২ লাখ, ৬৭ হাজার ৭৫০ টাকা। তাঁর আয়ের সূত্র ‘সরকার থেকে পাওয়া বেতন’ ও ‘ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদ’।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, তিনি গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর করেছেন। ১৯৭৮ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। ১৯৬৭ সালে গুজরাট বোর্ড থেকে তিনি এসএসসি পাশ করেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author