গত ৩রা মার্চ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আজই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। ইস্তফার পরই দুপুর দেড়টায় মাস্টারদা সূর্যসেনের মূর্তির নিচে দাঁড়িয়ে অনেক কিছু বলবেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই সেই কথা জানান। নির্বাচনের মরশুমে রাজ্য অতীতে অনেক কিছুই ঘটেছে। শোনা যাচ্ছে, ২০২৪-এর লোকসভা ভোটের সামনে তার সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বোঝাই যাচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে সরে দাঁড়িয়ে এবার রাজনীতির আঙিনায় পা রাখবেন। রবিবার তিনি ইস্তফার খবর দেওয়ার পর এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল। তিনি বলেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।”
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মর্মে বলেন, “একজন বিচারপতি হিসাবে আমার সম্মানীয় দায়িত্ব শেষ। এবার আমি বৃহৎ জনগণের স্বার্থে কাজ করতে চাই, বৃহৎ ক্ষেত্রে কাজ করতে চাই। আমার মনে হয় একমাত্র রাজনীতির মাধ্যমেই এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। মঙ্গলবার বেলা দেড়টা, মাস্টারদা সূর্য সেন…।”