‘আজ গোটা দেশে মোদীর গ্যারান্টি নিয়ে আলোচনা হয়’ বিস্ফোরক মোদী

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি ও প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার লড়াইতে নেমেছেন তিনি। ভোট প্রচারে নেমেই মোদীর দাবি বেশ জোরালো। প্রধানমন্ত্রী এদিন প্রচার মঞ্চ থেকে বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২৪ তো শুধুমাত্র স্টার্টার ছিল। এবার মেন কোর্সের জন্য তৈরি হতে হবে।’ গতকাল ভোট প্রচারে রাজস্থানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিগত তিনদিনে এই নিয়ে দ্বিতীবারের জন্য রাজস্থান সফরে যান তিনি। সেখানে চুরু-তে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘নতুন ভারত ঘরে ঢুকে মারে। আজ শত্রুরাও জানে যে এটা মোদী, এটা নতুন ভারত। এখনও পর্যন্ত যা হয়েছে, তা শুধুমাত্র ট্রেলার। এই মোদী ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত যা করেছে, তা স্টার্টার। এবার মেন কোর্সের জন্য প্রস্তুত হয়ে যান। এখনও অনেক কিছু করা বাকি আছে। অনেক স্বপ্ন আছে। সেগুলো পূরণ করতে হবে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’

এদিন ইউপিএ সরকারকে আক্রমণ করে মোদী বলেন, ‘যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল। কংগ্রেসের বড় বড় দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। গোটা বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। স্বাধীনতার এতবছর পরেই মানুষ মৌলিক অধিকারের জন্য কষ্ট করছিল। মানুষ ভেবেছিল কিছুই বদলাবে না। সবাই হতাশায় ডুবে গিয়েছিল। এই হতাশার মধ্যেই ২০১৪ সালে আপনারা এই গরিবের ছেলেকে সেবা করার সুযোগ দিয়েছিলেন। এরপর থেকে সেই হতাশা আর মোদীর ধারে কাছেও আসতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরিস্থিতি বদলাতে হবে। এই আবহে আমরা ভারতীয়রা দেশকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছি। আজ গোটা দেশে মোদীর গ্যারান্টি নিয়ে আলোচনা হয়।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author