ছুটি মানেই শৈল শহর। শীতে জমিয়ে আট/দশদিন পাহাড়ে থাকেন পর্যটকেরা (tourist)। কিন্তু সমস্যা অন্য জায়গায়। তাদের ফেলে দেওয়া বজ্য পদার্থ সরাতে একপ্রকার হিমসিম খেতে হয় দার্জিলিং পুরসভাকে (Darjeeling Municipality)। তাই এবারে দার্জিলিং পুরসভার সিদ্ধান্ত চলে যাবার আগে কুড়ি টাকা করে পর্যটন কর দিয়ে যেতে হবে পুরসভাকে।
দার্জিলিং পুরসভার কাউন্সিলার নিলেশ গুরুঙ্গ এই মর্মে জানান দার্জিলিং এর হোটেলগুলিকে সবথেকে বেশী বজ্য পদার্থ সংগ্রহ করতে হয়, এবং সেই ব্যবস্থা করতে ব্যয় হয় প্রচুর অর্থ। এবার থেকে পর্যটকেরা যে জঞ্জাল তৈরী করবেন সেখানেই তাদের মাথাপিছু কুড়ি টাকা করে দিতে হবে। ওই টাকা বজ্য পদার্থ অপসারনের কাজে ব্যবহার করা হবে। এতদিন এই কাজ করতে পুরসভাকে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছিল। বাধ্য হয়েই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এই মাস থেকেই চালু হয়েছে এই কর।
পর্যটকেরা যদিও এই টাকা দেবার সময় কোন ক্ষোভ প্রকাশ করেন নি। হাসিমুখেই মেনে নিয়েছেন তারা। বাড়তি টাকা দিতে কেউ কোন আপত্তি করেন নি বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকেরা। এই টাকা পুরসভার উন্নয়ন এবং জঞ্জাল অপসারনের ক্ষেত্রে ব্যয় করা হবে বলে জানা গিয়েছে দার্জিলিং পুরসভার তরফ থেকে।