সিকিমে (Sikkim) রাস্তায় পর্যটকেরা। এই সময়ে অনেকে সরাসরি হোটেল বুক করবেন ভেবে সিকিম (Sikkim) গিয়েছিলেন। আর সেখানে হোটেল না পেয়ে রাস্তায় রাত কাটাতে হচ্ছে। কলকাতার (Kolkata) অনেক পর্যটক গিয়েছেন আগে থেকে বুক না করে। আর সেখানে গিয়েই বিপদে পড়ে গেছেন। হোটেল কিংবা লজ তো দুরের কথা থাকবার নুন্যতম জায়গা নেই তাদের।
কলকাতা থেকে শিলিগুড়ি এসে পর্যটকেরা সিকিমে সরাসরি গিয়ে হোটেল নেওয়ার কথা ভাবেন। কিন্তুু সেখানে পৌছে সিকিমের রাস্তায় রাত কাটাচ্ছেন বহু পর্যটক। সিকিমে গত কয়েকদিন ধরে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকেরা। রাস্তায় রাত কাটাচ্ছেন তারা, ঠিকমতো খাওয়া নেই, জল নেই। সবথেকে বেশী সমস্যায় পড়ে গিয়েছেন যারা বাচ্চাদের নিয়ে গিয়েছেন। ঠিকমত খাওয়া না পাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। অনেকেই উপায় না দেখে গাড়ি ঠিক করে ফিরতে চাইছেন বাড়িতে। সিকিমে এখন বেশ গরম, তাই রাতে কিভাবে বিশ্রাম নেবেন সেটা চিন্তা করতে গিয়ে মাথায় হাত পর্যটকদের। সবমিলিয়ে সিকিম ভ্রমন করতে গিয়ে চরম সমস্যায় পড়ে গেছেন পর্যটকেরা।