সন্দেশখালির (Sandeshkhali) ‘বাঘ’ জেলে ঢুকতেই পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দল থেকে এবার সাসপেন্ড করা হল শেখ শাহজাহানকে (Sheikh Sahajahan)। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে এই কথা জানান ডেরেক ও’ব্রায়েন, ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদাররা। আগামী ৬ বছরের জন্য তৃণমূলের থেকে সাসপেন্ড করা হল শেখ শাহজাহানকে। ডেরেক বলেন,, ‘দুই ধরনের দল থাকে। এক ধরনের রাজনৈতিক দল থেকে যারা শুধু মুখেই বলে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস যা বলে তা করে দেখায়। এটা আমরা এই প্রথমবার নয়। অতীতেও করেছি।’
ব্রাত্য বসু এদিন বলেন,’যে সরকারি পদ যে সামান্য অবশিষ্ট পড়ে রয়েছে, সেটার বিষয়েও কী পদক্ষেপ হবে, তা খুব শীঘ্রই জানিয়ে দেব। বুঝতেই পারছেন, পদক্ষেপ কোন দিকে যেতে চলেছে।’ তবে কেন্দ্রীয় এজেন্সি কেন এতদিন তাঁকে গ্রেফতার করতে পারেনি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। এদিন তিনি মনে করিয়ে দেন সারদা কর্তাকে সুদীপ্ত সেনকেও এই রাজ্য পুলিশই গ্রেফতার করেছিল।
জেলা তৃণমূল সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষের পদ থেকে শাহজাহানকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও ইডির উপর হামলার ঘটনার পর থেকেই মৎস্য কর্মধ্যক্ষের দায়িত্বে ছিলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী নিজে।