উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা (Basirhat Loksabha) কেন্দ্রের সন্দেশখালি (Sandeshkhali) এখন তরজার তুঙ্গে। উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। বিরোধীরা বারে বারে সন্দেশখালির ঘটনাকে ইস্যু করে তৃণমূলকে নিশানা করেছে। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও সন্দেশখালিতে পা রাখেননি বাংলার মুখ্যমন্ত্রী। এবার সন্দেশখালি যাবেন তিনি। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে প্রচার সভা থেকে সন্দেশখালি যাওয়ার বিষয়ে জানালেন তিনি।
আজ মঙ্গলবার তৃণমূলের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তব্যে উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। বসিরহাটের মঞ্চে শুরুতেই সন্দেশখালির প্রসঙ্গ টানলেন মমতা। বললেন, ‘‘সন্দেশখালির মা বোনেদের সঙ্গে যা ঘটেছে, তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখিত। মা-বোনেদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে। হাজি যদি জেতে, হাজি নুরুল জিতলে আমি প্রথমেই যাব সন্দেশখালি, আপনাদের দেখতে। জয়ের কয়েকদিনের মধ্যেই আমি যাব। আমি আজ বলে গেলাম।”
এদিন মুখ্যমন্ত্রী মজার ছলেই বললেন, ”টাকির ছানার মিষ্টি খুব বিখ্যাত। আমি এখানে মিষ্টির হাবও করে দিয়েছি। আমি গেলে ছানার মিষ্টি খাওয়াবেন তো? আমি অবশ্য খুব একটা মিষ্টি খাই না, অল্পই খাব।” উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করে দল ৷ এবার ফের সেই নুরুলের উপরেই ভরসা রেখেছে দল ৷ তাঁর বিপক্ষে সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি ৷