সদ্য বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে ব্যাটিং করতে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাঁকে বিজেপি প্রার্থী করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার সরকারি চাকরি নিয়ে তাঁকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisshek Banerjee)। চাকরিহারা, চাকরিপ্রার্থীদের নিয়ে তুলোধনা করেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে বিচারপতি এই মামলা শুনছিলেন তাঁর ভূমিকা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্য সরকার তার মানসিকতা এবং অবস্থান স্পষ্ট করেছে। আমরা চাকরি দিতে চাই। রাজ্য সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিতে চায় সেক্ষেত্রে আপনি বলছেন সিবিআই করে দেব। তাঁদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয় সেটা করতে দেওয়া হচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘এবার রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের পক্ষ থেকে বলা হয়, আমরা যে কোনওভাবে চাকরি দিতে চাই। আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করবেন। আমরা যাঁদের চাকরি দিয়েছিলাম তাঁদের চাকরি বাতিল করে নতুন করে চাকরি দেওয়া হবে। না হলে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হবে। এই আবেদন করার জন্য তিনি সিবিআই দেন।’
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে এদিন তিনি বলেন, ‘আপনি নিজে চাননি চাকরি হোক। কারণ সেটা হলে আপনি মিডিয়া ফুটেজ পাবেন না।’