পুলিশ সক্রিয় না থাকার জন্য মদের ঠেকে ভাঙচুর চালাল স্থানীয় মহিলারা। ঘটনাটি হাওড়া জেলার জগতবল্লব পুরের।
সেখানকার স্থানীয় মহিলারা দল বেঁধে চড়াও হন যেখানে মদ বানানো হয় সেখানে, মহিলারা লাঠি দিয়ে সেই টালি, সহ ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করেন। মদ তৈরির সমস্ত উপাদান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় ।এই পরিস্থিতি ঘিরে এক রনক্ষেত্র এর চেহারা নেই জগৎবল্লভ পুরে। সেখানকার স্থানীয় মহিলাদের অভিযোগ বাড়ির পুরুষ মানুষেরা সেই ঠেকে মদ খেয়ে মহিলাদের উপর অত্যাচার চালাত। সংসারে কোনো খরচ দিত না এই নিয়ে সংসারে নিত্য অশান্তি লেগে থাকতো।
পুলিশ কে জানিয়েও কোনো লাভ হয়নি সেইজন্য সেখানকার মহিলারা এই ঠেক গুলো ভাঙার পদক্ষেপ নিয়েছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ আসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।