আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব নিলেন

ঘোষণা আগে থেকেই ছিল, এবার আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যানের পদে বসলেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব নিলেন। তাঁর এই নতুন ভূমিকায় বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি গ্রেগ বার্কলের জায়গায় বসলেন। ২০২০ সালের নভেম্বর থেকে বার্কলে এই দায়িত্ব পালন করেছেন।আইসিসির চেয়ারম্যান হিসেবে বলে জয় শাহ তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ খোলেন। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস ও মেয়েদের ক্রিকেটের দিকে বেশি করে নজর দেওয়ার কথা বলেন তিনি। জয় শাহ বলেন, ‘আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে বসতে পেরে গর্বিত এবং আইসিসির কর্তাদের কাছে কৃতজ্ঞ আমার উপর ভরসা রাখার জন্য। এটা ক্রিকেটের জন্য দারুণ সময় কারণ আমরা ২০২৮ সালে অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছি। এরফলে বিশ্বের আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে জুড়বেন।’

২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ক্রিকেকট প্রশাসনে প্রবেশ করেন তিনি। আমেদাবাদে বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ২০১৯ সালে তিনি বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব নেন। সবচেয়ে কম বয়সি সচিব হন তিনি। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও আইসিসির ফিনান্স ও কমার্শিয়ার অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours