আরজি করের পর কলকাতা মেডিক্যালের ডাক্তারদেরও গণইস্তফার সিদ্ধান্ত
আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনকে সংহতি জানিয়ে মঙ্গলবার বেলার দিকে হঠাৎ গণইস্তফা দিয়েছেন আরজি কর হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যেই এহেন ঘটনায় খানিকটা চাপেই পড়েছে রাজ্য প্রশাসন। মনে করা হচ্ছে এর জেরে স্বাস্থ্য ব্যবস্থায় বড় প্রভাব পড়বে।
কিন্তু, রাজ্যকে আরও খানিকটা বেগ দিতে এবার একই পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজে সিনিয়র চিকিৎসকরা। তাঁরা এদিনই আরজি করের বিভাগীয় প্রধানদের সিদ্ধান্তের পরপরই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছেন ২৪ ঘণ্টার মধ্যে যদি সরকার আলোচনার জন্য না ডাকে, তাহলে তাঁরাও গণইস্তফা দেবেন। এও বলেছেন, অনশনরত জুনিয়র ডাক্তারদের শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই চিন্তিত তাঁরা। বিচারের জন্য লড়াই করে কর্মবিরতি থেকে ফিরে এসে রোগীদেরপরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অথচ দাবিপূরণ এখনও হয়নি।
অন্যদিকে চিকিৎসকদের এহেনো সিদ্ধান্তকে কটাক্ষ করে কুনাল ঘোষ বলেছেন, পুজোর ছুটিতে বাইরে ঘুরতে যাবার জন্য এমন ছুতো করছেন।