উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে হুঁশিয়ারি অরূপের,তৃণমূলের ঝান্ডা খুলে দিলে ১৩ তারিখ তালডাংরার মানুষ আপনাদের কলিজা খুলে নেবে
উপনির্বাচন এর দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে। বিজেপি বা তৃণমূল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। এবার তার মধ্যেই সুর চড়ালেন অরূপ চক্রবর্তী। হুঁশিয়ারি দিয়ে বললেন,তৃণমূলের ঝান্ডা খুলে দিলে ১৩ তারিখ তালডাংরার মানুষ আপনাদের কলিজা খুলে নেবে’, তালডাংরায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন তিনি। ৫ নভেম্বর বাঁকুড়া সার্কিট হাউসে কমিশনের এক আধিকারিকের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠকের অভিযোগও তোলেন অরূপ চক্রবর্তী।
যদিও এই বিষয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো জানিয়েছেন এ বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য থাকলে নির্বাচন কমিশনে যান, উপযুক্ত তথ্য থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানাতে পারেন। এই দেশ গণতান্ত্রিক দেশ। এখানে সবার জানানোর অধিকার আছে। ধমক চমক দেখিয়ে ভয় দেখিয়ে বাহুবল দিয়ে ভোটে জেতা যায় না অরূপ বাবু। এই যে এখন মন্তব্য গুলো করছেন বিজেপিকে খুন করে দেবো, কলিজা কেড়ে নেব এইসব যে কথাবার্তা গুলো বলছেন মানুষ তার উত্তর আপনাকে দেবে। মানুষ আপনাদের কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে। মানুষ এবার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের বুকের কলিজা কেড়ে নেবে।
তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর এহেন মন্তব্যের বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে এসেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশন।
+ There are no comments
Add yours