বেলিলিয়াস পার্কে নতুন আকর্ষণ পঞ্চদীপ টাওয়ার
হাওড়ার বেলিলিয়াস পার্কের নাম জানেন না এমন হয়তো কেউ নেই। ছোট্ট একটা উইকেন্ড কিংবা শীতের সাইটসিন বলতে বেলিলিয়াস পার্কের জুড়ি মেলা ভার। সেই বেলিলিয়াস পার্কেই “পঞ্চাদীপ টাওয়ার” হচ্ছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।দিল্লির কুতুব মিনারের উচ্চতা ২৪০ ফুট, ধর্মতলার শহীদ মিনার আরও কম ১৫৭ ফুট। তাঞ্জোরের বিশ্ববিখ্যাত বৃহদ্রেশ্বর মন্দিরের আকাশছোঁয়া ‘বিমান’ বা চূড়ার উচ্চতা ২১৭ ফুট। সেখানে, খাস কলকাতার বুকে এবার হাওড়ায় তৈরি হচ্ছে ৪০০ ফুট উঁচু টাওয়ার। সম্ভবত এটিই ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার! শুধু টাওয়ারেই শেষ নয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া ওই টাওয়ারের ওপরে থাকবে বিলাসবহুল সুইট, এগজিউকিউটিভ রুম, থাকবে সিঙ্গল রুমও। রাতে থাকার ব্যবস্থা অর্থাৎ পুরোদস্তুর হোটেলের ব্যবস্থা! একেবারে চূড়ো থেকে দেখা যাবে পাখির চোখের মত ‘ভিউ!’ নজিরবিহীন এই টাওয়ার তৈরি হতে চলেছে হাওড়ার বেলিলিয়াস পার্কে।টাওয়ার এর কাজ প্রায় শেষের দিকে,ছোট্ট ঝিল তার চারপাশে ছিমছাম সজ্জায় সাজানো বেলিলিয়াস পার্কের সম্প্রতি আদল পাল্টেছে হাওড়া পুরসভা। একটি বেসরকারি নির্মাণ-সংস্থার উপরে পার্কের যাবতীয় সাজানোর দায়িত্ব। এছাড়া নাগরদোলা, ঝিলের পাশ দিয়ে লেন, বোটিং চলবে রিভার সাইডে, থাকছে গ্রীন কার্পেটে আরাম করার ব্যবস্থা। সপ্তাহে একদিন বাদ দিয়ে সমস্ত দিনগুলি খোলা থাকে পার্ক। ছোট বড় সকলের জন্যও রয়েছে আনন্দের ব্যবস্থা। জামপিং লংঞ্চ এর ব্যবস্থা থাকছে পার্কে। ‘পঞ্চদীপ টাওয়ার’ নবতম সংযোজন যা কার্যত হাওড়ার নগরায়ণের মুকুটে আরেকটি পালক দিতে চলেছে। সামাজিক উৎসব-অনুষ্ঠানের জন্যও একে আদর্শ ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে পার্কটিকে। একটি প্রকাণ্ড ব্যাঙ্কোয়েট হল থাকবে যাতে অন্তত ১০০০ অতিথি জমায়েত হতে পারেন, সাথে থাকছে প্রায় ৫০০ গাড়ি রাখার পার্কিং লট। মুখ্যত প্রকৃতির মাঝে দু’দণ্ড জিরিয়ে নেওয়া এবং উৎসবে, আনন্দে ছিমছাম সুসজ্জিত পরিবেশে মেতে ওঠার একটা আকর্ষণীয় জায়গা হিসেবেই বেলিলিয়াস পার্ককে সাজিয়ে তোলা হচ্ছে। শুধু হাওড়াই নয় কলকাতার প্রধান আকর্ষণ হতে চলেছে পঞ্চদীপ টাওয়ার। পঞ্চদীপ টাওয়ার আগামী দিনে অনেক ভ্রমণ পিয়াসীদের আরো কাছে টানবে এমনটাই মনে করছে কর্তৃপক্ষ।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.