গত ১৫ আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ এলাকায় পাঁচটি বুনো হাতি ঢুকে যায়। ওই হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে অন্য স্থানে সরানোর জন্য বনদপ্তর হুলা টিমের সদস্যদের নিয়ে আসে। হুলা টিমের সদস্যদের ছোরা জ্বলন্ত রড একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে লাগে। যার ফলে ওই মহিলা হাতিটি অসুস্থ হয়ে পড়ে। 16ই অগাস্ট অসুস্থ হয়ে ওই মহিলা অন্তঃসত্তা হাতিটি মারা যায়। তাই এই হাতি মৃত্যুর ঘটনায় গোটা ঝাড়গ্রাম শহরজুরে প্রতিবাদের ঝড় উঠে। অবশেষে হাতি মৃত্যুর ঘটনায় বনদপ্তরের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়ায় শুরু করা হয়। অতঃপর গতকাল রাতে ঝাড়গ্রাম ব্লকের লাওড়িয়া দাম থেকে গ্রেফতার করে হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের দুইজন সদস্য অজয় মাহাতো ও দীপক মাহাতো কে। ওই দুই ব্যক্তি হাতে তাড়ানোর সময় জ্বলন্ত আগুনের রড ওই অন্তঃসত্ত্বা মহিলার হাতের গায়ে ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ। হাতি মৃত্যুর ঘটনায় ওই দুই হুলা টিমের সদস্যকে বুধবার দিন ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.