নায়াগ্রায় নতুন প্রকল্প
নায়াগ্রায় মূলত তিনটি জলপ্রপাত আছে। এই তিনে মিলেই মূল জলপ্রপাত। এতে প্রবাহিত জলের মূল উৎস নায়াগ্রা নদী। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার সবচেয়ে বড় জলপ্রপাত। এটি প্রথম আবিষ্কার করেছিলেন এক ফরাসি ধর্মযাজক, ১৬৭৮ সালে।
শত বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের কাছে নায়াগ্রা অত্যন্ত আকর্ষণীয়। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেঁষে এর অবস্থান। দুই দেশই তাদের নিজ নিজ অংশে পর্যটনকেন্দ্র গড়ে তুলেছে। সেগুলোয় দর্শনার্থীর ভিড়ও ব্যাপক। তবে শুধু পর্যটন নয়, নায়াগ্রার জল প্রবাহ বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয়।
নায়াগ্রায় যে জল প্রবাহ কমে যাচ্ছে, তা প্রথম বুঝতে পেরেছিলেন স্থানীয় কয়েকজন কারখানা শ্রমিক। কারণ, তাঁদের কারখানার ওয়াটার হুইলের গতি কমে যাচ্ছিল। নায়াগ্রা জলপ্রপাত শুকিয়ে যাওয়ার এ ঘটনা ছিল অভাবিত। হই হই পড়ে গিয়েছিল চারদিকে। কেউ কেউ বলতে শুরু করেছিলেন, এটি নাকি পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণ! আর স্থানীয় অধিবাসীদের অনেকে শুরু করেছিলেন বিশেষ প্রার্থনা, যেন নায়াগ্রা দিয়ে আবার জল গড়ায়।
এদানিং নায়াগ্রার শুকিয়ে যাওয়ার মতো বিরল ঘটনা অবশ্য নিকট ভবিষ্যতেও দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য প্রশাসনের এ ধরনের একটি পরিকল্পনা আছে। শত বছরের পুরোনো একটি পদচারী–সেতু মেরামতের জন্য নায়াগ্রাকে কিছুদিনের জন্য শুকিয়ে ফেলতে চায় রাজ্য প্রশাসন। অর্থাৎ পুরো নায়াগ্রা নয়, শুধু এর মার্কিন অংশই শুকনো খটখটে করা হবে। বর্তমানে এর জন্য প্রয়োজনীয় অর্থের জোগানে ব্যস্ত আছে নিউইয়র্ক রাজ্য। খরচও তো কম নয়, আড়াই কোটি ডলারেরও বেশি প্রয়োজন এ কাজে!
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.