নেপাল বাস দুর্ঘটনায় মৃতদের দেহ ফিরিয়ে আনল বায়ুসেনার বিশেষ বিমান,এলাকায় শোকের ছায়া.
#NepalBusAccident#AirForceMission#BodiesRepatriated#TragicAccident#MourningNation#HumanitarianEffort#IndianAirForce#BusCrashVictims#IndiaNepalRelations#MaharashtraMourns#UPMourns#RoadSafety#TragedyStrikes#Condolences#asianews
গত শুক্রবার নেপালে নদীতে বাস পড়ে একাধিক ভারতীয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২৫ জন মৃত পুণ্যার্থীদের দেহ ভারতে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। শনিবারই, ভারতীয় বায়ুসেনার বিমানে নেপালের ভরতপুর থেকে মহারাষ্ট্রের জলগাঁওতে দেহগুলি নিয়ে আসা হয়েছে।
গত শুক্রবার নেপালের রাজধানী থেকে ১১৫ কিলোমিটার দূরে তানাহুন জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৭। মৃতদের মধ্যে দুজন উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা হলেও বাকিরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা। তাই ওই দুজনের দেহ উত্তরপ্রদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বায়ুসেনার তরফ থেকে।
এই প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, “মানবিকতার স্বার্থে আমরা সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছি। বায়ুসেনার সি-১৩০ বিমান সাহায্যের জন্য পাঠানো হয়েছে। নেপালে পথ দুর্ঘটনায় মৃত ভারতীয়দের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই ওই বিমান পাঠানো হয়েছে।”
এক্স হ্যান্ডলে আরও লেখেন তিনি, “দেহগুলি নেপালের ভরতপুর থেকে মহারাষ্ট্রের জলগাঁওতে পৌঁছে দেওয়া হবে। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে মৃতদের পরিবারের তরফে গভীর সমবেদনা জানানো হচ্ছে। এবং যারা এই ঘটনায় আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।”
নেপালে প্রায় ৪১ জনের একটি দল ১০ দিনের সফরে গিয়েছিলেন। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার, হাইওয়ে ধরে যাওয়ার সময়েই হঠাৎ রাস্তা থেকে সোজা পাশের ফুলে ফেঁপে ওঠা মারসিংডি নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় এলাকায় সকলেই আতঙ্কিত।