প্রেম করছেন নাকি সিঙ্গল? রিলেশনশিপ স্ট্যাটাস শেয়ার করলেন মালাইকা
অর্জুন ও মালাইকার জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা চর্চা। কেউ বলছে তাঁরা প্রেম করছেন। কারও মতে আবার ভেঙে গিয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। একটা সময় তাঁদের রোম্যান্টিক ছবিতে ভরে গিয়েছিল নেটদুনিয়া। নানা ছবি শেয়ার করে লাইমলাইটেও থাকতেন তাঁরা। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের নিয়ে চর্চার শেষ নেই। এ বার সোশ্যাল মিডিয়ায় মালাইকা জানালেন তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস।
তাঁদের ব্রেক-আপের পরেও আলোচনা রীতিমতো তুঙ্গে। অর্জুন কাপুর মালাইকাকে ছেড়ে একাকিত্বে কাটানো দিনের কথা যেমন জানিয়েছিলেন, তেমনই মালাইকা নিজেও সোশ্যাল মিডিয়ায় দেওয়া একের পর এক পোস্টে তুলে ধরেছেন মনের কথা। তবে সেলেবরা সবসময়ই পাপারাৎজ়িদের ক্যামেরার নজরে থাকেন। বাদ যাচ্ছেন না এই জুটিও। এসবের মধ্যেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখা গিয়েছে স্পেনে মালাইকার ছুটি কাটানোর ছবিতে। অনেকেরই মনে হয়েছে তবে কি এই কারণেই বিচ্ছেদ তাঁদের?মুম্বইয়ে পাপারাৎজ়িদের ক্যামেরায় যুগলের ছবি ধরা পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই স্পিকটি নট রয়েছেন তাঁরা। তবে অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে দেওয়া রিলেশনশিপ স্ট্যাটাস নজর কেড়েছে সকলের। সম্প্রতি, অর্জুন কাপুর আনুষ্ঠানিকভাবে নিজেকে ‘সিঙ্গল’ বলেও ঘোষণা করেন। এ বার নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বড় আপডেট দিলেন মালাইকা? নিজেকে কিন্তু সিঙ্গল বলতে নারাজ তিনি। বরং, নিজের এই মুহূর্তের স্ট্যাটাস জানিয়ে লিখলেন, এরপর তিনটি অপশন। সম্পর্কে রয়েছি-সিঙ্গল-হেহেহে। তিনটির মধ্যে শেষ অপশনটাই বেছে নিয়েছেন মালাইকা। তবে কি তিনি নতুন সম্পর্কে? চর্চা আরও খানিক বাড়ল বলা চলে।
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার খবর জানিয়ে অর্জুন তাঁর একাকিত্ব জীবন কাটানোর কথা বলেছিলেন। কী ভাবে এই কঠিন সময় থেকে তিনি বেরিয়ে এসেছিলেন সে কথাও জানান অভিনেতা।
+ There are no comments
Add yours