বাংলা থেকে বিদায় নিল বর্ষা, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর
পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নিল পশ্চিমবঙ্গ থেকে। ১০ অক্টোবর বর্ষা বিদায়ের কথা থাকলেও ৩ দিন পর ১৩ অক্টোবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ফলে আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে এবং স্থানীয় মেঘের কারণে। এখন শীতের অপেক্ষা বঙ্গবাসীর।
ইতিমধ্যেই রাতের দিকে হালকা হিমেল হাওয়া গায়ে লাগতে শুরু করেছে। দুর্গাপুজোও পুজোও ইতিমধ্যে শেষ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে কিছুটা ঠান্ডা অনুভব করা যাবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। ফলে দীপাবলি ঠান্ডার আমেজ গায়ে মেখেই উপভোগ করতে হবে আম বাঙালিকে। তবে দিনের বেলা রোদের তেজ থাকবে। পাশের রাজ্য সিকিমে মরশুমের প্রথম তুষারপাত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নজর এখন দার্জিলিংয়ে তুষারপাতের দিকে।
সোমবার বিসর্জনের দিন মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবার কলকাতায় কার্নিভালের দিনেও বেশিরভাগ সময় শুষ্ক আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।