মমতার ‘ইন্ডিয়া’ নেতৃত্ব প্রসঙ্গে নতুন বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকারে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বের প্রসঙ্গ তোলার পর থেকেই রাজধানীতে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ ভি বিজয়সাই রেড্ডি তৃণমূল নেত্রী মমতাকে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বের জন্য আদর্শ প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। এক্স (পুরোনো টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ প্রার্থী। তাঁর রাজনৈতিক এবং নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে।”
তবে, কংগ্রেস নেতৃত্ব এই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেনি। বিশেষ করে, হরিয়ানা ও মহারাষ্ট্রে ধাক্কার পর কংগ্রেসের অবস্থান কিছুটা দুর্বল, এবং ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বের বিষয়টি নিয়ে তারা বিতর্কে জড়াতে চাইছে না। এমনকি, কংগ্রেসের নেতা মানিকম টেগোর বিজয়সাই রেড্ডির পোস্ট উদ্ধৃত করে তীর্যক মন্তব্য করেছেন, “বিজেপি-বিরোধী দলগুলো মোদী এবং আদানির সমান কর্মসূচি ভাগ করে নিচ্ছে, কেন?” আদানি ঘুষ কাণ্ডের প্রসঙ্গে তৃণমূল ও ওয়াইএসআর কংগ্রেস নীরব থাকায় কংগ্রেস নেতৃত্বে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিজেপির নেতা অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, “রাহুলকে দলের লোকেরাই মানেন না, সেখানে অন্য দলের নেতাকে মেনে নেওয়া সম্ভব কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
+ There are no comments
Add yours