মাদারিহাটে দশমীর রাতে ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
মাদারিহাটে মাঝরাতে হঠাৎই প্রবল বিস্ফোরণ সহ ট্যাংকারে আগুন লাগে। রাস্তার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে দেখে আতকে উঠে রাস্তায় পারাপারকারী মানুষেরা। রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর দমকলে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা তৎক্ষণাৎ ইঞ্জিনসহ সেই আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়। অনেকক্ষণ চেষ্টার পর ছটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো যা জানা যাচ্ছে, অনুমান করা হচ্ছে, ওই ট্যাঙ্কারের পাশে বিড়ি,সিগারেট জাতীয় কোন দাহ্য পদার্থ থেকে ছোট অগ্নিকাণ্ড ঘটে, পরবর্তীতে ওই ট্যাঙ্কারে আগুন লেগে বড় আকার ধারণ করে বলে অনুমান দমকল দপ্তরের। একদম টানা ২ ঘন্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর আসেনি।