নরেন্দ্র মোদীর ভোট প্রচারে মঞ্চ ধসে আহত ৭

রবিবার সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে ভগৎ সিং স্কোয়ার থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) রোড শো। রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে এই মর্মে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়ের জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য সেই মঞ্চে উঠে পড়েন। এর ফলেই মঞ্চটি ধসে পড়ে।’

রোড শো চলাকালীন মানুষজন ‘আবকি বার ৪০০ পার’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিল। রামপুর-গোরক্ষপুর রোডে প্রধানমন্ত্রীর কনভয় এগিয়ে যেতেই অত্যধিক মানুষের চাপে সেই মঞ্চটি ভেঙে পড়ে। এক মহিলা ও এক পুলিশ সদস্য সহ চারজনের হাত ও পায়ের হাড় ভেঙে গিয়েছে। এছাড়াও তিনজন মহিলা আহত হয়েছেন। এদিন রোড শোতে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর গাড়িতে মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রাকেশ সিং এবং লোকসভা প্রার্থী আশিস দুবে ছিলেন। ১.২ কিলোমিটার দীর্ঘ পথ ধরে হয় এই রোড শো। এদিন মোদীর রোড শো ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রোড শো চলাকালীন ৪০ জন এসপিজি কমান্ডো, ২০ জন আইপিএস অফিসার এবং ৩০০০ জওয়ান নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author