শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Bengaluru) বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ২০২৪ আইপিএলে (IPL) তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। উইকেটের পিছনে পুরোনো ছন্দে পাওয়া গেল ধোনিকে। পাওয়ারপ্লেতেই উইকেটের পিছনে ধোনি সকলের নজর কেড়েছেন। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আরসিবি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল।
আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এমএস ধোনি যখন জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামছিলেন, তখন তাঁকে শুভেচ্ছা জানানো হয়। নব-নিযুক্ত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এদিন মাঠে নিজের আধিপত্য বিস্তার করেছেন। সুনীল গাভাসকর ধারাভাষ্য দেওয়ার সময়ে বলেন, ‘ওই প্রতিচ্ছবি দেখুন। আশ্চর্যের কিছু নেই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও খুশি।’ ২০২৪ আইপিএলের এর জন্য নিজেকে তৈরি করতে গত বছর হাঁটুর অস্ত্রোপচার করান ধোনি।
এদিন চিদম্বরম স্টেডিয়ামে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচে দিয়ে শুরু হল সপ্তদশ আইপিএল। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএল শুরু করল চেন্নাই সুপার কিংস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু’প্লেসি। এদিন চেন্নাইয়ের রাহানে, শিবম দুবে ও জাদেজার ব্যাটিং চেন্নাই সুপার কিংসকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। এদিন প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। পরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ৮ বল বাকি থাকতেই জিতে যায়। বেঙ্গালুরুর হয়ে মুস্তাফিজুর রহমান আরসিবির ৪টি উইকেট নিয়েছেন যেটা একপ্রকার খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।