বামের দুর্গ উদ্ধার না ফুল ফুটবে হুগলীতে
বাংলার হুগলী জেলার দুর্গ বলতে বামফ্রন্ট এর জামানার কথা ভুললে চলবে না। সেই ১৯৫৭ সাল থেকে শুরু টানা ২০০৯ অবধি এই আসনে কায়েম ছিল বাম রাজত্ব। মাঝে খালি একবার ১৯৮৪ সালে বিরতি ছিল ৫ বছরের। সেই বছর সারা দেশের প্রব্ল কংগ্রেস হাওয়ায় গা ভাসিয়েছিল গঙ্গা পাড়ের এই জেলাও। তার মধ্যে রূপচাঁদ পাল সাংসদ হয়েছেন ৭ বার। এই লোকসভা কেন্দ্রেই রয়েছে সিঙ্গুর বিধানসভাও। ২০০৪ অবধি বামেদের বিজয় রথ ছুটলেও মমতার ঐতিহাসিক সিঙ্গুরের জমি আন্দোলনের পরে ২০০৯ সালে ঘাসফুল ফোটে এই বাম শিবিরে, বাম দুর্গ তখন বেসামাল। প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয় তৃণমূলের রত্না দে নাগ। ২০১৪ সালে সেই ব্যবধান আরো বাড়ে তৃণমূল প্রার্থী রত্না।
সময়টা ২০১৯ সালে আবার পরিবর্তন। যে আসনে ২০১৪ সালে ২ লাখের বেশি ব্যবধানে জয় পেয়েছিল তৃণমূল সেই আসনেই ৭৩ হাজারের বেশি ভোটে পদ্ম ফোটে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই বারেও এই আসনে প্রার্থী তিনিই। আশাবাদী নিজের জয় নিয়েও।
এবারেও তৃণমূল বড় চমক দিয়েছে হুগলীতে। হারানো আসন ফিরে পেতে প্রার্থী করেছে এক সময়ে লকেটের সহকর্মী রচনা বন্দ্যোপাধ্যায়কে। জল্পনা তখন থেকেই ছিল।
রচনা বন্দ্যোপাধ্যায় এক কালে বাংলার ১ নম্বর নায়িকাদের তালিকায় থাকলেও রিয়েলিটি শো তে তিনি জনপ্রিয়। তাঁর জনপ্রিয়তাকেই কাজে লাগাতে তৎপর তৃণমূল। কিন্তু প্রার্থী হওয়ার পর থেকেই নিজের নানা মন্তব্যের জেরে বার বার বিতর্কের মুখে পড়েছেন রচনা। এমনকি সমাজমাধ্যমে ট্রোলের স্বীকার হয়েছেন রচনা।
উলটোদিকে এখন রুপালি পর্দা থেকে অনেকটা দূরে লকেট পুরোদস্তুর রাজনীতিক।
আশ্চর্য এর বিষয় এই আসনে বামেদের প্রার্থী মনোদীপ ঘোষ। দুই তারকার মাঝে যেন একটু ম্লান একসময়ে সিপিএমের সংগঠনের বড় দায়িত্ব সামলানো মনোদীপ বাবু। ২০১৯ লোকসভা ভোটের অঙ্ক বলছে সিপিএমের ঝুলিতে ছিল প্রায় ১১.১৪% ভোট। আর তাদের জোট সঙ্গী কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র ১.৭৬% ভোট। যদিও তারপর ২০২১ সালে অনেকটাই বদলে গিয়েছে হুগলীর হিসাব। কারণ বিধানসভা ভোটে ৭টিতেই জয়ী হয় তৃণমূল। তবে সে যাই হোক লড়াই যে আদপে দুই ফুলের মাঝে কাঁটার মতো বিঁধেছে সিপিএম এর প্রার্থী। তার দুর্গ কি আবার উত্থান হবে? না কালের নিয়মে বিলীন হবে? কি বলছে হুগলীর জনগন? বড়োই অদ্ভুত এই রাজনীতির খেলা।হুগলীর জনগন কি ভাবছে সময়ই বলবে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
July 19, 2024
লোকসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপি
July 17, 2024