দেড় বছর পর নামকরণ হল শিলার ৩ শাবকের

কমপক্ষে দেড় বছর ধরে সরকারিভাবে নামের অপেক্ষায় রয়েছে বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari park) বাঘিনী শিলার ৩ শাবক । নানা কারণে বাঘিনী শিলার ৩ শাবকের নামকরণ করতে পারেন নি মুখ্যমন্ত্রী (chief minister)। জানা গিয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরে এসে নামকরণ করেছেন রয়েল বেঙ্গল বাঘ শিলার ৩ শাবকের । শিলার প্রথম তিন সন্তান রিকা , কিকা ও ইকার নামকরণ যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই করেছিলেন। সেই কারণেই সাফারি কর্তৃপক্ষ আশায় ছিল শিলার দ্বিতীয় পক্ষের তিন সন্তানের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী ।

এই কয়েক বছরেই বেঙ্গল সাফারিতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রয়াল বেঙ্গল বাঘিনী শিলা ও তার তিন সন্তান। এতদিন ধরে তিন সন্তানের সরকারিভাবে কোন নাম না থাকায় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাফারি কর্তৃপক্ষকে । মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই পুর প্রশাসক গৌতম দেবকে লিখিত আকারে জানানো হয় শিলার ৩ সন্তানের নামকরণ এর বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার জন্য। অবশেষে উত্তরবঙ্গ সফরে এসে শিলার তিন সন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। তবে এই নাম গুলি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author