সপ্তম দফার ইতি, পাখির চোখ ৪ জুন

সপ্তম তথা শেষ দফায় (sventh phase) সমাপ্ত হল আজ ১লা জুন। ফলাফল ৪ঠা জুন। শেষ পর্যায়ের ভোট গ্রহণে শনিবার পশ্চিমবঙ্গ (West Bengal) সহ সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ টি আসনে ভোট হল। নির্বাচন কমিশন সূত্রে খবর এদিন বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া হিসেবে গোটা দেশে ৫৮.৩ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ বাদে এদিন ভোটগ্রহণ হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ,পাঞ্জাব,ওড়িশা ও চন্ডীগড়ে। ভোট গণনা আগামী মঙ্গলবার তথা ৪ জুন। বিকেল ৫টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ১০০ শতাংশ বুথেই ছিল ওয়েব কাস্টিং, জানাল কমিশন। শেষ দফায় বাংলায় মোতায়েন ছিল ৯৬৭ কোম্পানি বাহিনী। শুধু তাই নয়, ৬ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

শেষ দফায় এসেছে ভুরি ভুরি অভিযোগ। বাংলায় শাসক দলের বিরুদ্ধেই রয়েছে সিংহভাগ অভিযোগ। তবে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালির দক্ষিণ খুলনা। সেখানে ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী তথা এলাকার তৃণমূলকর্মী রামকৃষ্ণ মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে গিয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। নিজের কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ভোটবাক্সে মানুষ বঞ্চনার জবাব দেবেন। অন্যদিকে শনিবার থেকে ছবির জগতে ফিরছেন, ভোট দিয়ে জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। তবে কী রাজনীতির ইতি এখানেই?

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author