ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে। অশনী সতর্কতা রাজ্য জুড়ে।
কয়েকদিন থেকে বৃষ্টি কমেছে দক্ষিনবঙ্গে।দিনে রোদ ঝলমলে আকাশ। কিছু জায়গায় বেড়েছে তাপমাত্রাও। যদিও কোনো কোনো জেলায় বৃষ্টি এখনও চলছে। এরই মাঝে দুর্যোগের খবর শোনালো আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহ শেষে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আজ, বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।
কলকাতায় আজ, বুধবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬২ থেকে ৯২ শতাংশ থাকবে।