আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, কাল তৈরি হবে নিম্নচাপ, তুমুল বৃষ্টি, ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়!
কালীপুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। ২২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১০০ থেকে ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়, সঙ্গে ভারী বৃষ্টি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, কাল তৈরি হবে নিম্নচাপ। ২২ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে ।
এরপর ২৩ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়। ২৪ অক্টোবর, সকালে বাংলা-ওড়িশা উপকূলের কাছে প্রভাব ফেলতে পারে।