অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কম কথা বলার নির্দেশ বিজেপির

স্পষ্টবাদী হিসেবেই বাংলায় পরিচিত তিনি। প্রতিবাদী চাকরিজীবীদের কাছে তিনি ‘ভগবান’। রাজনীতির ময়দানে তাঁর ‘ফর্ম’ কেমন হবে সেইদিকে নজর সবার। বিচারপতির আসন ছাড়তেই নিজের মতামত প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অনেক কিছুই তিনি বলেন। তবে গতকাল বিজেপিতে যোগ দিয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তিনি দেন নি। বৃহস্পতিবার বিজেপির বিধাননগরের দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। বিজেপিতে যোগদান করে অভিজিৎ বলেন, রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসকদল ও সরকারকে উৎখাত করাই প্রথম লক্ষ্য। কিছুদিন আগেই নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীকে ক্লিনচিট দিতে গিয়ে তৃণমূলের নেতাদেরও ‘বেকসুর খালাস’ করেন তিনি। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে রয়েছে বিজেপি।

গতকাল বিজেপিতে যোগদানের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি। পাশে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে অভিজিৎকে ‘কথা কম’ বলতে বলা হয়েছে। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের পরে শুভেন্দু বলেন, ‘আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনও প্রশ্ন নেবেন না’। পরে তিনি নিজে বলেন, ‘সে দিন তো দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেছি। আজ এইটুকুই থাক। এর বেশি কিছু বলছি না।’ আপাতত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলীয় রীতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author