কলকাতার (Kolkata) এক আবাসনের ঘরে চলতি মাসের ২২ তারিখ খুন হন বাংলাদেশের (Bangladesh) সাংসদ আনোয়ারুল আজীম। এরপরে দেহ লোপাট করতে একাধিক কর্মকাণ্ড চালায় খুনিরা। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের হাতে পাকড়াও হন তিন বাংলাদেশীর সহ এক ভারতীয়। মঙ্গলবার ওই আবাসনের সেপটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে দেহের টুকরো অংশ উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকেরা। নিউ টাউনের অভিজাত আবাসনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে ওঠার পর আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়। মঙ্গলবার ওই ভবনের সেপটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে দেহের টুকরো অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
কলকাতার যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে পুলিশের তরফে বলা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কয়েকটি মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো আনোয়ারুল আজীমের মৃতদেহের টুকরো অংশ কি না, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ কর্মকর্তারা বলেছেন, এখন এসব মাংসের টুকরার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।